ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হত্যা-গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ও সহযোগী সংগঠনের ২ হাজার ২৭৬ জন নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ ছাড়া ট্রাইব্যুনালে বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ ১৫৩ নেতা-কর্মীকে গুম করার আরেকটি অভিযোগও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীসহ তিন সদস্যের একটি টিম আলাদা দুটি অভিযোগ করেন। দলের নেতা–কর্মীদের গুম-খুন, মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান অভিযোগ দুটি জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেলের আরেক সদস্য অ্যাডভেকেট নুরুল ইসলাম জাহিদ।

জানা গেছে, ২০০৮ সাল থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা-উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনায় এ অভিযোগ করা হয়েছে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ট্রাইব্যুনালে ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও জমা দিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

হত্যা-গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি

আপডেট সময় : ০৪:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বিএনপি ও সহযোগী সংগঠনের ২ হাজার ২৭৬ জন নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ ছাড়া ট্রাইব্যুনালে বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ ১৫৩ নেতা-কর্মীকে গুম করার আরেকটি অভিযোগও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীসহ তিন সদস্যের একটি টিম আলাদা দুটি অভিযোগ করেন। দলের নেতা–কর্মীদের গুম-খুন, মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান অভিযোগ দুটি জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেলের আরেক সদস্য অ্যাডভেকেট নুরুল ইসলাম জাহিদ।

জানা গেছে, ২০০৮ সাল থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা-উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনায় এ অভিযোগ করা হয়েছে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ট্রাইব্যুনালে ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও জমা দিয়েছে বিএনপি।