৪ দিন পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত স্বাভাবিক
- আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে টানা চার দিন উত্তেজনার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার নিজ নিজ দেশের সীমানায় স্বাভাবিকভাবে টহল দিতে দেখা যায় বিজিবি ও বিএসএফ সদস্যদের।
এর আগে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে দুই বাহিনী জনবল ও শক্তি বৃদ্ধি করলেও, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিরোধপূর্ণ সীমান্তে কয়েকজন বিজিবি সদস্য টহল দিচ্ছেন। সীমান্তের ওপারেও কয়েকজন বিএসএফ সদস্য টহল দিচ্ছেন। বাংলাদেশ অংশে উৎসুক জনতার ভিড় থাকলেও ভারতীয় অংশে কোনো সাধারণ নাগরিককে দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। এর আগে বুধবার বিকেলে পতাকা বৈঠক হয়। সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ।
এর আগে রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সুকদেবপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেওয়া হয়। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।