ফারহান-শিবানীর প্রথম সন্তান আসার গুঞ্জন

- আপডেট সময় : ০১:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ৩৭৭ বার পড়া হয়েছে

গেল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চলে গেলো বলিউড তারকা ফারহান আখতারের ৫১তম জন্মদিন । আর এ জন্মদিনেই অভিনেতার একটি সুখবর ছড়িয়ে পড়ে মিডিয়া মহলে।
সুখবরটি হলো দ্বিতীয় বিয়ের দু’বছরের মাথায় বাবা হতে চলেছেন ফারহান। ২০২২ সালে অভিনেত্রী এবং উপস্থাপিকা শিবানী দন্ডেকরকে দ্বিতীয় বিয়ে করেন তিনি।
এদিকে ফারহান-শিবানীর সংসারে নতুন অতিথির আসার খবরকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও বিশিষ্ট চিত্রনাট্যকার, গীতিকার এবং কবি জাভেদ আখতারের পত্নী শাবানা আজমী।
সম্পর্কে ফারহানের সৎ মা হন তিনি। তবে নিজের ছেলের মতোই বড় করেছেন ফারহানকে। ছেলের এমন খবর অন্তর্জালে ছড়িয়ে পড়ার পরই ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডে বিষয়টি খোলাসা করেন অভিনেত্রী।
শাবানা বলেন, এ খবরটি সত্য নয়।
এদিকে ফারহান-শিবানী দম্পতিও তাদের সংসারে নতুন অতিথি আসার অফিশিয়াল কোনো ঘোষণা দেননি। তাই শাবানার কথাতেই ভরসা রাখছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রসঙ্গত, ২০১৮ সালে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের রিসেপশন পার্টিতে প্রথম একসঙ্গে ক্যামেরায় ধরা পড়েন ফারহান-শিবানী। এরপরই সংবাদমাধ্যমে আসে ফারহান আখতারের বিবাহবিচ্ছেদের খবর। প্রথম বিবাহবিচ্ছেদের পর ভালোবেসে শিবানীর সাথে দ্বিতীয় সংসার শুরু করেন জাভেদ পুত্র।