মাইনাস টু’র কথা যারা বলে, তাদের আশা পূরণ হবে না: আমীর খসরু
- আপডেট সময় : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে কেউ যদি মাইনাস টু ফর্মুলার চিন্তা করে থাকে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ১৫ বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মাইনাস টু’র কথা যারা বলে, তাদের আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওয়ান-ইলেভেন পারে নাই, আর এখন আজকে বিএনপির সবচেয়ে শক্তিশালী দল। সুতরাং, ওসব মনগড়া কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না।
আমীর খসরু বলেন, আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা।
এসময় সংস্কারের প্রথম ধাপ নির্বাচন উল্লেখ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়েই শুরু করতে হবে সংস্কার ও গনতন্ত্রের আন্দোলন।