বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতার আমিরকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলের এক পোস্টের মাধ্যমে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে কাতার-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমূখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি।
পোস্টে তারেক রহমান বলেন, আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য এখন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। গত বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিট হিথরো বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স। খালেদা জিয়ার নতুন করে শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
২০১৮ সালে দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর তার অসুস্থতা বাড়ে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হলেও সরকার তাতে সাড়া দেয়নি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।