ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয় জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় গেলে থানার ওসি খালিদ মনসুর জানান, ছয়টি মরদেহ এখনো ঢাকা মেডিকেলের হিমাগারে রয়েছে।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল।
এতে বলা হয়, শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে রয়েছে। এরপর বিশেষ সেল টিম ঢাকা মেডিকেলের ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করে।
এর মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। পুরুষদের বয়স আনুমানিক ২০-২৫ এর মধ্যে আর নারীর মরদেহের বয়স ৩২ বছর।
মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে 'আঘাত জনিত কারণে মৃত্যু'। তবে ২৫ বছর বয়সী একজন পুরুষের মৃত্যুর কারণ হিসাবে 'ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে'।
মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। তাদের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রয়েছে।
শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, মরদেহগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা সেগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি থানা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ মরদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লিখিত বয়সের কেউ মিসিং থাকলে তার পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। যোগাযোগে মোবাইল নম্বর: ০১৬২১৩২৪১৮৭