দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহী
- আপডেট সময় : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে
বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটার রায়ান বার্লের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে রাজশাহী। শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্লের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে রাজশাহী।
ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৪৮ রান করে বল হাতে ২টি উইকেট নিলেন রায়ান বার্ল। বিপদজনক হয়ে উঠতে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনকে মোহাম্মদ হারিসের ক্যাচ বানানোর পর তিনি নেন আবু হায়দার রনির উইকেট, ২ ওভারে খরচ করেন মাত্র ১৩ রান। খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্বার রাজশাহী ম্যাচটি জিতে ২৮ রানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওভারেই খুলনার উদ্বোধনী জুটি ভাঙেন জিশান আলম। উইলিয়াম বস্তিতো ফিরে যান ৬ রান করে। নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজকে চেপে ধরে রাজশাহীর বোলিং অ্যাটাক। তাসকিনের বলে মিরাজ ৭ বলে ১ রান করে আউট হওয়ার পর চাপে পড়া নাঈমও টি২০ খেলতে পারেননি, আউট হন ২৮ বলে ২৪ রানে। তার উইকেট নেন সোহাগ গাজী।
সোহাগ ফেরান ৩৩ রান করা আফিফ হোসেনকেও। মাহিদুল ইসলাম ১১ বলে করেন ১৮। এরপর ইমরুল কায়েসের ৬ বলে ১৭ রানের ছোটখাটো একটা ঝড়। মৃত্যুাঞ্জয়ের ওভারে সীমানায় ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। আবু হায়দার বার্লের ওভারে ক্যাচ দেন হারিসকে। নেওয়াজ ৫ বলে করেন ৯ রান। এরপর খুলনার টেল-এন্ডাররা জয়ের কাছাকাছি যেতে পারেননি। যদিও নাসুম ১৫ বরে ১৮ রান করে চেষ্টা করেছিলেন। ৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
ইয়াসির ২৫ বলে ৪১ রান করে আউট হলেও ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন বার্ল। এছাড়া মোহাম্মদ হারিস করেন ২০ বলে ২৭ রান। খুলনার পক্ষে নাসুম আহমেদ নেন ২টি উইকেট। ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় খুলনা। উইলিয়াম বোসিস্টো ৬ ও মিরাজ ১ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর নাইম শেখ ও আফিফ হোসেন মিলে শুরুর ধাক্কা সামাল দেন। তবে নাইম ২৮ বলে ২৪ ও আফিফ ৩০ বলে ৩৩ রান করে ফিরে যান। তাদের বিদায়ের পর ক্রিজে থিতু হতে পারেননি খুলনার আর কোনও ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১৫০ রান অলআউট হয় খুলনা। রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও বার্ল নেন ২টি করে উইকেট।