ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লস অ্যাঞ্জেলেসের দাবানলে কোন তারকার কত ক্ষতি?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘হেল, ইট মাস্ট বি লাইক লস অ্যাঞ্জেলেসে!’ (নরক, অবশ্যই সেটা লস অ্যাঞ্জেলেসের মতো হতে হবে!)—কোনো এক কবিতায় জার্মান নাট্যকার-কবি বের্টল্ট ব্রেখট এমনটা বলেছিলেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও হয়তো কথাটি মনে করছেন। ভয়াবহ দাবানলে সেখানকার সব পুড়ে ছাই।

লস অ্যাঞ্জেলেসে টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, এই দাবানলে নিহত হয়েছেন ৫ জন। এ ছাড়া দুই হাজারেরও বেশি বসতবাড়ি-স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখের বেশি মানুষ গৃহহারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫০ বিলিয়ন ডলারের চেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

দাবানলের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও ক্ষতির মুখে পড়েছেন। জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক তারকার বাড়ি আগুনে পুড়ে গেছে।

দেখে নেওয়া যাক হলিউডের শীর্ষ তারকাদের কার কেমন ক্ষতির চিত্র—

বেন অ্যাফ্লেক
সম্প্রতি জেনিফার লোপেজের থেকে দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদ হয়েছে এই অভিনেতার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত জুলাইয়ে সেখানকার ব্রেন্টউড ও প্যাসিফিক প্যালিসেডেসের মধ্যে অবস্থিত ‘ব্যাচেলর প্যাড’ নামে একটি বাড়ি কিনেছিলেন তিনি, যার মূল্য ২০.৫ মিলিয়ন ডলার।

লিসাকে ‘ফ্রেন্ডস’ জার ও চিরকুট দিয়েছিলেন অভিনেতা ম্যাথুলিসাকে ‘ফ্রেন্ডস’ জার ও চিরকুট দিয়েছিলেন অভিনেতা ম্যাথু
প্যারিস হিলটন
মালিবুর বাসিন্দা প্যারিস হিলটন। তাঁর বাড়িটি ১৯৬৫ সালে নির্মিত। যেটির খরচ প্রায় ৮.৪ মিলিয়ন ডলার।

টম হ্যাঙ্কস
২০১০ সালে প্যাসিফিক প্যালিসেডেসে ২৬ মিলিয়ন ডলারে একটি বিস্তৃত প্রাসাদ কিনেছিলেন জনপ্রিয় তারকা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন। দেড় একর জমির সেই বিলাসবহুল বাড়িতে চারটি বেডরুম, পাঁচটি বাথরুম, একটি বড় পুল ও নিজস্ব থিয়েটার ছিল।

ইউজিন লেভি
কানাডীয় এই অভিনেতাকে মজা করে প্যাসিফিক প্যালিসেডসের ‘সম্মানিত মেয়র’ হিসেবে উল্লেখ করা হয়। ২০০৬ সালে ২.৪ মিলিয়ন ডলারে একটি বাড়ি কেনার পর থেকে সস্ত্রীক সেখানে বসবাস করছিলেন তিনি।

মাইলস টেলার
দাবানলে ঘরাহারা হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতা মাইলস টেলার। ২০২৩ সালের মার্চে প্যাসিফিক প্যালিসেডে তিনি ও তাঁর স্ত্রী মডেল কেলেগ সাড়ে ৭ মিলিয়ন ডলারে একটি বাড়ি কিনেছিলেন। যেখানে নিজস্ব জিম ও সিনেমা স্ক্রিনিংসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ছিল।

জেনে আইকো
বছরখানেক আগে সেখানে ৫.৬ মিলিয়ন ডলারে একটি বাড়ি কিনেছিলেন এই গায়িকা। বয়ফ্রেন্ড র‍্যাপার বিগ সিনের সঙ্গে তাতে বাস করতেন তিনি।

নিউজটি শেয়ার করুন

লস অ্যাঞ্জেলেসের দাবানলে কোন তারকার কত ক্ষতি?

আপডেট সময় : ০৩:১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

‘হেল, ইট মাস্ট বি লাইক লস অ্যাঞ্জেলেসে!’ (নরক, অবশ্যই সেটা লস অ্যাঞ্জেলেসের মতো হতে হবে!)—কোনো এক কবিতায় জার্মান নাট্যকার-কবি বের্টল্ট ব্রেখট এমনটা বলেছিলেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও হয়তো কথাটি মনে করছেন। ভয়াবহ দাবানলে সেখানকার সব পুড়ে ছাই।

লস অ্যাঞ্জেলেসে টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, এই দাবানলে নিহত হয়েছেন ৫ জন। এ ছাড়া দুই হাজারেরও বেশি বসতবাড়ি-স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখের বেশি মানুষ গৃহহারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫০ বিলিয়ন ডলারের চেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

দাবানলের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও ক্ষতির মুখে পড়েছেন। জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক তারকার বাড়ি আগুনে পুড়ে গেছে।

দেখে নেওয়া যাক হলিউডের শীর্ষ তারকাদের কার কেমন ক্ষতির চিত্র—

বেন অ্যাফ্লেক
সম্প্রতি জেনিফার লোপেজের থেকে দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদ হয়েছে এই অভিনেতার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত জুলাইয়ে সেখানকার ব্রেন্টউড ও প্যাসিফিক প্যালিসেডেসের মধ্যে অবস্থিত ‘ব্যাচেলর প্যাড’ নামে একটি বাড়ি কিনেছিলেন তিনি, যার মূল্য ২০.৫ মিলিয়ন ডলার।

লিসাকে ‘ফ্রেন্ডস’ জার ও চিরকুট দিয়েছিলেন অভিনেতা ম্যাথুলিসাকে ‘ফ্রেন্ডস’ জার ও চিরকুট দিয়েছিলেন অভিনেতা ম্যাথু
প্যারিস হিলটন
মালিবুর বাসিন্দা প্যারিস হিলটন। তাঁর বাড়িটি ১৯৬৫ সালে নির্মিত। যেটির খরচ প্রায় ৮.৪ মিলিয়ন ডলার।

টম হ্যাঙ্কস
২০১০ সালে প্যাসিফিক প্যালিসেডেসে ২৬ মিলিয়ন ডলারে একটি বিস্তৃত প্রাসাদ কিনেছিলেন জনপ্রিয় তারকা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন। দেড় একর জমির সেই বিলাসবহুল বাড়িতে চারটি বেডরুম, পাঁচটি বাথরুম, একটি বড় পুল ও নিজস্ব থিয়েটার ছিল।

ইউজিন লেভি
কানাডীয় এই অভিনেতাকে মজা করে প্যাসিফিক প্যালিসেডসের ‘সম্মানিত মেয়র’ হিসেবে উল্লেখ করা হয়। ২০০৬ সালে ২.৪ মিলিয়ন ডলারে একটি বাড়ি কেনার পর থেকে সস্ত্রীক সেখানে বসবাস করছিলেন তিনি।

মাইলস টেলার
দাবানলে ঘরাহারা হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতা মাইলস টেলার। ২০২৩ সালের মার্চে প্যাসিফিক প্যালিসেডে তিনি ও তাঁর স্ত্রী মডেল কেলেগ সাড়ে ৭ মিলিয়ন ডলারে একটি বাড়ি কিনেছিলেন। যেখানে নিজস্ব জিম ও সিনেমা স্ক্রিনিংসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ছিল।

জেনে আইকো
বছরখানেক আগে সেখানে ৫.৬ মিলিয়ন ডলারে একটি বাড়ি কিনেছিলেন এই গায়িকা। বয়ফ্রেন্ড র‍্যাপার বিগ সিনের সঙ্গে তাতে বাস করতেন তিনি।