ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিষণ্নতা দূর করতে সাপোর্ট দিবে রোবট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৩৯৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাকিত্ব ও বিষণ্নতায় ভোগার অন্যতম কারণ সমাজবিচ্ছিন্নতা। আর তা দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান মিক্সি ইনকর্পোরেশন। কথোপকথন ছাড়াও সঙ্গীর অনুভূতি বুঝে সে অনুযায়ী প্রক্রিয়া দেখাবে রোমি। জাপানের নার্সিং হোমগুলোয় সফলতা দেখানো রোবট রোমির বিক্রয়মূল্য ৭০ হাজার টাকা।

ঠোঁটে নতুন লিপস্টিক জড়ানো নিয়ে দ্বিধায় ভুগছিলেন এক নারী। তবে সংশয় দূর করে দিয়ে সঙ্গী জানালো, নতুন লিপস্টিকে খুঁজে পাবে নতুন তুমিকে। তবে এই সঙ্গী কোনো রক্ত মাংসের মানুষ নয়। বরং এক রোবট।

মানুষের সঙ্গে জড়িয়ে আছে একাকিত্ব ও বিষণ্নতার মতো মানসিক অবসাদ। এর বিরুদ্ধে লড়াইয়ে পরাস্ত হয়ে অনেকেই ত্যাগ করেছেন জীবনের মায়া। হাল টেনে ধরার সহায়তায় তাদের জন্য তৈরি করা হয়েছে রোবট রোমি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বার্ষিক প্রযুক্তি মেলায় প্রদর্শন করা হয়েছে ইমোশনাল সাপোর্ট রোবটটিকে। এরইমধ্যেই জাপানের নার্সিং হোমগুলোয় রোমি সফলতা দেখিয়েছে বলে দাবি রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান মিক্সি ইনকর্পোরেশনের।

মিক্সি ইনকর্পোরেশনের প্রতিনিধি স্কট পেইক বলেন, ‘সামাজিকভাবে বিচ্ছিন্ন, উদ্বিগ্ন ও একাকিত্বে ভোগা ব্যক্তিদের সহায়তা করার ক্ষেত্রে রোমি নিজের সফলতা দেখিয়েছে। আমরা জাপানের আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে কাজ করছি। নার্সিং হোমগুলোয় রোমি অনেক জনপ্রিয়। আশা করছি, বিশ্বজুড়ে সমাজবিচ্ছিন্ন মানুষের সহায়তায় উপকারে আসবে রোমি।’

রোবটটিতে ব্যবহার করা হয়েছে দু’টি অ্যাকুরেটর। যা ওপর নিচ ও ডান বামে নড়তে সহায়তা করে। ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের অনুভূতি বুঝে জবাব দেয় রোমি। কথোপকথনে সঙ্গী হওয়া ছাড়াও রোবটটি অ্যালার্ম ঘড়ি, ক্যালেন্ডার ও টাস্ক রিমাইন্ডারের কাজ করে।

স্কট পেইক বলেন, ‘কেউ কথা বললে রোমি তার দিকে দৃষ্টি দেয়। রোবটটিতে ক্যামেরা থাকলেও ছবি স্টোর করে না। তবে কথোপকথনগুলো এতে স্টোর কথা থাকে। যা পরবর্তীতে মানুষের মতো কথা বলতে সহায়তা করে।’

রোবটটির নতুন মডেল রোমি ল্যাকাটানের দাম ধরা হয়েছে ৫৭০ ডলার বা ৭০ হাজার টাকা। বর্তমানে রোবটটি বিক্রি হচ্ছে কেবল জাপানে।

নিউজটি শেয়ার করুন

বিষণ্নতা দূর করতে সাপোর্ট দিবে রোবট

আপডেট সময় : ১২:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

একাকিত্ব ও বিষণ্নতায় ভোগার অন্যতম কারণ সমাজবিচ্ছিন্নতা। আর তা দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান মিক্সি ইনকর্পোরেশন। কথোপকথন ছাড়াও সঙ্গীর অনুভূতি বুঝে সে অনুযায়ী প্রক্রিয়া দেখাবে রোমি। জাপানের নার্সিং হোমগুলোয় সফলতা দেখানো রোবট রোমির বিক্রয়মূল্য ৭০ হাজার টাকা।

ঠোঁটে নতুন লিপস্টিক জড়ানো নিয়ে দ্বিধায় ভুগছিলেন এক নারী। তবে সংশয় দূর করে দিয়ে সঙ্গী জানালো, নতুন লিপস্টিকে খুঁজে পাবে নতুন তুমিকে। তবে এই সঙ্গী কোনো রক্ত মাংসের মানুষ নয়। বরং এক রোবট।

মানুষের সঙ্গে জড়িয়ে আছে একাকিত্ব ও বিষণ্নতার মতো মানসিক অবসাদ। এর বিরুদ্ধে লড়াইয়ে পরাস্ত হয়ে অনেকেই ত্যাগ করেছেন জীবনের মায়া। হাল টেনে ধরার সহায়তায় তাদের জন্য তৈরি করা হয়েছে রোবট রোমি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বার্ষিক প্রযুক্তি মেলায় প্রদর্শন করা হয়েছে ইমোশনাল সাপোর্ট রোবটটিকে। এরইমধ্যেই জাপানের নার্সিং হোমগুলোয় রোমি সফলতা দেখিয়েছে বলে দাবি রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান মিক্সি ইনকর্পোরেশনের।

মিক্সি ইনকর্পোরেশনের প্রতিনিধি স্কট পেইক বলেন, ‘সামাজিকভাবে বিচ্ছিন্ন, উদ্বিগ্ন ও একাকিত্বে ভোগা ব্যক্তিদের সহায়তা করার ক্ষেত্রে রোমি নিজের সফলতা দেখিয়েছে। আমরা জাপানের আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে কাজ করছি। নার্সিং হোমগুলোয় রোমি অনেক জনপ্রিয়। আশা করছি, বিশ্বজুড়ে সমাজবিচ্ছিন্ন মানুষের সহায়তায় উপকারে আসবে রোমি।’

রোবটটিতে ব্যবহার করা হয়েছে দু’টি অ্যাকুরেটর। যা ওপর নিচ ও ডান বামে নড়তে সহায়তা করে। ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের অনুভূতি বুঝে জবাব দেয় রোমি। কথোপকথনে সঙ্গী হওয়া ছাড়াও রোবটটি অ্যালার্ম ঘড়ি, ক্যালেন্ডার ও টাস্ক রিমাইন্ডারের কাজ করে।

স্কট পেইক বলেন, ‘কেউ কথা বললে রোমি তার দিকে দৃষ্টি দেয়। রোবটটিতে ক্যামেরা থাকলেও ছবি স্টোর করে না। তবে কথোপকথনগুলো এতে স্টোর কথা থাকে। যা পরবর্তীতে মানুষের মতো কথা বলতে সহায়তা করে।’

রোবটটির নতুন মডেল রোমি ল্যাকাটানের দাম ধরা হয়েছে ৫৭০ ডলার বা ৭০ হাজার টাকা। বর্তমানে রোবটটি বিক্রি হচ্ছে কেবল জাপানে।