দোষী সাব্যস্ত হলেও জেলে যেতে হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পকে
- আপডেট সময় : ১২:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেও, ডোনাল্ড ট্রাম্পকে জেলে যেতে হচ্ছে না। তাঁর জরিমানাও হচ্ছে না। তবে তিনি যে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, সেটা নথিভুক্ত থাকবে।
২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প। তার আগে যদি আদালত তাঁর কারাদণ্ড দিত, তাহলে সমস্যা হত। সেক্ষেত্রে হয়তো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণই করতে পারতেন না ট্রাম্প। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সঙ্কট তৈরি হত।
এই পরিস্থিতিতে নিউ ইয়র্কের আদালতের বিচারপতি হুয়ান মার্কান রায় দিয়েছেন, ট্রাম্পকে নিঃশর্তে রেহাই দেওয়া হচ্ছে। একইসঙ্গে এই মামলা বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে স্বস্তি পেলেন ট্রাম্প। তাঁর আর শপথ গ্রহণ করতে কোনও বাধা রইল না। তবে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের ঠিক আগে এরকম কেলেঙ্কারি তাঁর ভাবমূর্তির পক্ষে মোটেই ভালো নয়।