নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, চলমান সংকটের মধ্যে যারা হঠাৎ করে ১০০টি পণ্যে ভ্যাট বাড়াতে পারে। তারা অর্থনীতির সংজ্ঞা বুঝলেও অর্থনীতি যে মানুষের দৈনন্দিন হিসাব-নিকাশ তা বোঝে না। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারে আর আস্থা রাখবে না।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সংস্কার চাই কিন্তু একই সাথে নির্বাচনও চাই। যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন প্রয়োজন না হলে দেশ আরো বড় সংকটের মধ্যে পড়তে পারে।
মান্না বলেন, দেশ গড়ার দায়িত্ব আমাদের, যারা ক্ষমতার বাইরে আছি। এটা যারা ভেতরে আছেন তাদের বোঝা দরকার যারা বাইরে আছেন তাদেরও বোঝা দরকার।