সুস্থ সন্তান জন্ম দিলেই হাতে বিরাট অঙ্কের টাকা। বয়স হতে হবে ২৫ এর কম। কম বয়সে মা হলেই এমন পুরস্কার দেবে প্রশাসন ! না ভারতে নয়। এমন প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার একটি শহরে। হাল আমলে চীন এবং জাপানও দেশের জনসংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। তারই মাঝে রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি করার চেষ্টায় এই পদক্ষেপ করল রাশিয়ার এক শহর।
দ্য মস্কো টাইমস এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুধু মা হলেই হবে না। আরও কতকগুলি শর্ত রয়েছে টাকা পাওয়ার ক্ষেত্রে। সেগুলি মিলে গেলেই বিরাট পুরস্কার। কম বয়সি ছেলে মেয়েদের মধ্যে সংসার করা ও পরিবার পরিকল্পনায় উৎসাহ জোগাতেই এই পদক্ষেপ বলে খবর।
এর আগে জনসংখ্যা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নিয়েছে চীন ও জাপান। অল্পবয়সী নারীরা মা হলে তাদের সরকার দেবে ১০০,০০০ রুবেল । ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ হাজার টাকা। তবে এই অর্থ পতে শুধু মা হলেই হবে না, মানতে হবে কতগুলি শর্ত। আবেদনকারীকে অবশ্যই সেখানকার কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজে পূর্ণ-সময়ের পড়ুয়া হতে হবে। ২৫ বছরের কম বয়স হতেহবে। রাশিয়ান শহর কারেলিয়ার বাসিন্দা হতে হবে।
২০২৪ সালের প্রথমার্ধে মাত্র ৫৯৯৬০০ শিশুর জন্ম হয়েছিল রাশিয়ায়। ইদানিং সে-দেশে জন্মহার খুব নিম্নস্তরে গিয়ে পৌঁছেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই পরিস্থিতিকে 'জাতির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর' বলে উল্লেখ করেন।
নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে , কোনও প্রসূতি যদি মৃত সন্তানের জন্ম দেন, তাহলে বোনাস পাওয়া যাবে না। তবে, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের জন্য শিশুটির মৃত্যু হলে অর্থ দেওয়া হবে কি না বা টাকা প্রত্যাহার করা হবে কিনা তা স্পষ্ট করে বলা হয়নি। এটাও স্পষ্ট নয়, কোনও শিশু যদি অক্ষমতা নিয়ে জন্মায়, তাহলে কী হবে। শিশু যত্ন এবং মাসের প্রসবোত্তর চিকিৎসার জন্য প্রশাসন সাহায্য করবে কিনা , তার উল্লেখ নেই। রাশিয়ার অন্যান্য অঞ্চলগুলিতেও যুবতী মহিলাদের সন্তান ধারণে উৎসাহিত করার জন্য অনুরূপ প্রস্তাব দেওয়ার কথা ভাবা হচ্ছএ। মধ্য রাশিয়ার শহর টমস্কেও একই নিয়ম জারি করা হয়েছে । প্রতিবেদনে দাবি রাশিয়ার ১১ টি আঞ্চলিক সরকার সন্তান জন্মদানে মহিলা শিক্ষার্থীদের এভাবে আর্থিক উৎসাহ দানের পথ নিয়েছে।
রাশিয়া সরকার মাতৃত্বকালীন অর্থ প্রদানও বাড়িয়েছে। একদিকে রাশিয়ায় উল্লেখযোগ্যভাবে জন্মহার কমেছে। প্রাপ্তবয়স্কদের মৃত্যুহার বেড়েছে। দেশত্যাগও করছে দেশের যুবরা। এতগুলো কারণে রাশিয়ার জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ইউক্রেনের যুদ্ধের আবহে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাই রাশিয়া সরকার নগদ টাকা দিয়ে এবং আবাসন সহায়তা সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে জন্মহার বাড়ানোর চেষ্টা করছে।