‘আমার মতো হতে হবে, না হয় দলে জায়গা হবে না’
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
আমার মতো হতে হবে, না হয় দলে জায়গা হবে না- এভাবেই নাকি দলে কর্তৃত্ব চালাতেন ভিরাট কোহলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা।
ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকেই সতীর্থদের সাথে স্বৈরাচারী আচরণ করতেন কোহলি, দাবিও উথাপ্পার।
এমনকি ক্যান্সার আক্রান্ত যুবরাজ সিং ও ছাড় পাননি। উথাপ্পা বলেন, ‘ক্যান্সার যুদ্ধে জয়ের পর ফিটনেসের ঘাটতির কারণে যুবরাজকে দল থেকে বাদ দেন কোহলি।’
এমনকি কোহলিকে অনুরোধও করেছিলেন যুবরাজ। তবে তাকে সাফ জানিয়ে দেয়া হয়, ফুসফুসের ক্ষমতা আগের অবস্থায় না থাকায় দলে জায়গা হবে না ভারতকে দুই বিশ্বকাপ জেতানো যুবরাজের।
অধিনায়কের এমন আচরণে দলের পরিবেশও সেসময় নষ্ট হয় বলে দাবি উথাপ্পার।