ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপি
- আপডেট সময় : ০৫:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির আরও দরপতন ঘটেছে। শুক্রবার (১০ জানুয়ারি) প্রতি ডলারের বিপরীতে রুপির মূল্য ৮৫ দশমিক ৯৭-এ নেমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন মুদ্রার শক্তিশালী অবস্থান, বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দেশীয় শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা রুপির ওপর চাপ সৃষ্টি করেছে।
গত বছরের শেষ থেকে ভারতীয় রুপির ধারাবাহিক দরপতন শুরু হয়। কয়েক দফায় দরপতনের পর এবার তা আগের সব রেকর্ড ভেঙে আরও নিচে নেমে গেছে।
রয়টার্স এক সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করেছিল যে রুপির মূল্য আরও কমে ৮৬-তে পৌঁছাতে পারে। ২৪ ঘণ্টার মধ্যেই রুপি ৮৬-এর কাছাকাছি নেমে আসায় সেই আশঙ্কা প্রায় সত্যি হলো।
রুপির এই দরপতনে ভারতের অর্থনীতির সব ক্ষেত্রে প্রভাব পড়ছে। বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা বাড়ছে, পাশাপাশি শেয়ারবাজারেও দরপতন অব্যাহত রয়েছে।
এ অবস্থায় আমদানি-রপ্তানি খাতের খরচ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ওপরও চাপ পড়ছে। বিদেশে পড়াশোনা, চিকিৎসা ও ভ্রমণের ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অনেকেই।