প্রথা ভাঙছেন ট্রাম্প, শপথ অনুষ্ঠানকে বানাতে চান বিশ্বমঞ্চ
- আপডেট সময় : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানকে বিশ্বমঞ্চ হিসেবে দেখতে চান নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নির্বাচনী দলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
প্রথাগতভাবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে কোনো বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো হয় না। তবে এবার ট্রাম্প এই প্রথা ভেঙেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নেতাকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
চীন সরকার জানিয়েছে, তাদের প্রেসিডেন্টের অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই। তবে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আরও থাকছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ আরও অনেক বিশ্বনেতা। ভারত থেকে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডিসেম্বরে ফ্রান্সে পুনর্নির্মিত নটরডেম গির্জার পুনরায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে ৮০টি দেশের নেতারা উপস্থিত ছিলেন।
ট্রাম্পের নির্বাচনী দলের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট তাঁর শপথ অনুষ্ঠানটি তেমনই করতে চান। তিনি ওই অনুষ্ঠানকে বিশ্বমঞ্চ বানাতে চান।