গাজায় ৪ ইসরায়েলি সেনা নিহত
- আপডেট সময় : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৩৬১ বার পড়া হয়েছে
এবার ফিলিস্তিনের উত্তর গাজায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ সেনা। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য জানায়।
জানা গেছে, মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি ওই চার সেনা নিহত হন।
এক প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে টহল সেনাদের ওপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন ৪০২-এ পৌঁছেছে। এদিকে নিহত চার সেনার পরিচয় ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
তারা হলেন- সার্জেন্ট মেজর (রিজার্ভ) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ (২১), সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯), এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)। আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।