ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রিও-এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএমপিভি ভাইরাসের আতঙ্কে এখন সারাবিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এরইমধ্যে আরেক নতুন ভাইরাস সনাক্ত হয়েছে বাংলাদেশে। সম্প্রতি দেশে প্রথমবারের মতো ৫জনের শরীরে রিও-ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। তবে এসব ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণে নেই বলছেন বিশেষজ্ঞরা। ছড়িয়ে পড়া রোধে মাস্ক ব্যবহার, হাত ধোয়াসহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের।

২০১৯ সাল থেকে প্রায় ২ বছর করোনা মহামারির সাথে লড়েছে সারা বিশ্ব। উন্নত দেশ গুলো এই অতিমারির ধাক্কা অনেকটা সামলে উঠলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনীতি এখনও এর ক্ষত বয়ে বেড়াচ্ছে। এরমধ্যে নতুন কোন ভাইরাসের নাম সামনে আসলেই উদ্বেগ ছড়িয়ে পড়ছে চারপাশে।

সম্প্রতি বিশ্বে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে এইচএমপিভি ভাইরাস। ছড়িয়ে পড়েছে চীন, জাপান ও ভারতসহ বেশ কয়েকটি দেশে। এরমধ্যে নতুন আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশে। প্রথমবারের মতো দেশে শনাক্ত হয়েছে রিওভাইরাসের অস্তিত্ব। নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হলে পাঁচজনের শরীরে রিওভাইরাস পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সাথে যৌথ গবেষণায় সংগ্রহ করা হয়েছিল এই নমুনা।

গবেষনায় জানা যায়, দুটো ভাইরাসের লক্ষণ একই রকম। প্রাথমিক অবস্থায় দেখা দিতে পারে জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করতে পারে।
চিকিৎসক আয়েশা আক্তার জানান, আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাঁশি থেকে ছড়ায় ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এসব ভাইরাস। নিয়মিত মাস্ক ব্যবহার, হাত ধোয়াসহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা.মুশতাক হোসেন বলছেন এইচএমপিভি কিংবা রিও ভাইরাস বিশ্বে নতুন নয়। এসব ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণ করতে পারে এই ভাইরাস। তাই শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ আইইডিসিআরের সাবেক এই বৈজ্ঞানিক কর্মকর্তার।

নিউজটি শেয়ার করুন

রিও-এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়

আপডেট সময় : ০৫:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

এইচএমপিভি ভাইরাসের আতঙ্কে এখন সারাবিশ্ব। ইতোমধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এরইমধ্যে আরেক নতুন ভাইরাস সনাক্ত হয়েছে বাংলাদেশে। সম্প্রতি দেশে প্রথমবারের মতো ৫জনের শরীরে রিও-ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। তবে এসব ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণে নেই বলছেন বিশেষজ্ঞরা। ছড়িয়ে পড়া রোধে মাস্ক ব্যবহার, হাত ধোয়াসহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের।

২০১৯ সাল থেকে প্রায় ২ বছর করোনা মহামারির সাথে লড়েছে সারা বিশ্ব। উন্নত দেশ গুলো এই অতিমারির ধাক্কা অনেকটা সামলে উঠলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনীতি এখনও এর ক্ষত বয়ে বেড়াচ্ছে। এরমধ্যে নতুন কোন ভাইরাসের নাম সামনে আসলেই উদ্বেগ ছড়িয়ে পড়ছে চারপাশে।

সম্প্রতি বিশ্বে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে এইচএমপিভি ভাইরাস। ছড়িয়ে পড়েছে চীন, জাপান ও ভারতসহ বেশ কয়েকটি দেশে। এরমধ্যে নতুন আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশে। প্রথমবারের মতো দেশে শনাক্ত হয়েছে রিওভাইরাসের অস্তিত্ব। নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হলে পাঁচজনের শরীরে রিওভাইরাস পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সাথে যৌথ গবেষণায় সংগ্রহ করা হয়েছিল এই নমুনা।

গবেষনায় জানা যায়, দুটো ভাইরাসের লক্ষণ একই রকম। প্রাথমিক অবস্থায় দেখা দিতে পারে জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করতে পারে।
চিকিৎসক আয়েশা আক্তার জানান, আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাঁশি থেকে ছড়ায় ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এসব ভাইরাস। নিয়মিত মাস্ক ব্যবহার, হাত ধোয়াসহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা.মুশতাক হোসেন বলছেন এইচএমপিভি কিংবা রিও ভাইরাস বিশ্বে নতুন নয়। এসব ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণ করতে পারে এই ভাইরাস। তাই শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ আইইডিসিআরের সাবেক এই বৈজ্ঞানিক কর্মকর্তার।