রেকর্ড গড়েই চলেছে ‘উইকেড’
- আপডেট সময় : ০৪:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
বক্স অফিসে বাজিমাত করেই চলছে সুপারহিট মিউজিক্যাল সিনেমা ‘উইকেড’। মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পেরিয়ে এখনও বিশ্বজুড়ে দাপট ধরে রেখেছে। দর্শকের মন জয় করে নানা পুরস্কারে ভূষিত হয়েছে সিনেমাটি। আসন্ন অস্কারেও সাফল্যে পাবে বলে প্রত্যাশা করছেন ভক্তরা।
ডিজিটাল রিলিজের প্রথম সপ্তাহেই আরেকটি চমকপ্রদ রেকর্ড সৃষ্টি করে আলোচনায় এসেছে ‘উইকেড’। বক্স অফিসে একাধিক সফলতার পর ছবিটি এখন সর্বকালের সবচেয়ে বড় ব্রডওয়ে অ্যাডাপ্টেশন হিসেবে নিজের জায়গা পাকা করেছে।
বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে সিনেমাটি। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া মাত্রেই এক সপ্তাহে এই রেকর্ড সৃষ্টি করেছে।
ভ্যারাইটির রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি প্রথম দিনেই ২৬ মিলিয়ন ডলার এবং প্রথম সপ্তাহে ৭০ মিলিয়ন ডলার আয় করেছে। এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার দর্শকের কাছ থেকে আয়। এই আয় ‘উইকেড’-কে ইউনিভার্সাল থিয়েট্রিক্যাল সিনেমা হিসেবে প্রথম দিনে এবং প্রথম সপ্তাহের সবচেয়ে বড় আয়ের রেকর্ডে জায়গা করে দিয়েছে।
‘উইকেড’ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকের জন্য ডিজিটালে মুক্তি পায়। এরপর ২০২৫ সালের ৩ জানুয়ারি যুক্তরাজ্যে মুক্তি পায় ছবিটি।
ডিজিটাল ভার্সনটির সঙ্গে রয়েছে গানের সংযুক্তি, ১০টি মুছে ফেলা ও বাড়ানো কিছু দৃশ্য। পাশাপাশি সিনেমাটির নির্মাণের পেছনের কিছু দৃশ্য নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারিও এর সঙ্গে যুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে এই বিষয়গুলো ছবিটির ব্যাপারে দর্শককে অনলাইনেও আগ্রহী করেছে।