গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কাতারে মোসাদের প্রধান
- আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৩৫৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারে বিশেষ প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতার যাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।
এর আগে, শনিবার যুদ্ধবিরতির ওপর জোর দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।
এদিকে গাজার উত্তরের জাবালিয়ার একটি স্কুলে বোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি আশ্রয়কেন্দ্রের আড়ালে হামাসের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার ছিল। গাজা সিটিতে হামলায় নিহত হয়েছেন দুইজন। এ নিয়ে নিহত ছাড়াল সাড়ে ৪৬ হাজার।
গাজায় হামলার জবাবে ইসরায়েলের কেরেম শালম এলাকায় রকেট হামলা চালিয়েছে হামাস। তবে সেটি ভূপাতিতের দাবি করেছে আইডিএফ।