নেইমারের পায়ে ১ বার বল লাগলেই আয় ১৪ কোটি ৮ লাখ টাকা!
- আপডেট সময় : ০৫:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
মেসি-রোনালদোদের দ্বৈরথের সময় আবির্ভাব হয় আরেকটি নাম, নেইমার জুনিয়র। ইনজুরির সঙ্গে যার মাঠের মতোই সখ্যতা। আজ মাঠে তো কাল ইনজুরিতে মাঠের বাহিরে। ইনজুরি আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ক্যারিয়ারের পুরোটা সময় ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।
এই ইনজুরির কারণে লম্বা একটা সময় মাঠের বাহিরে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে খেলছেন তিনি। তবে ইনজুরিতে গত এক বছর নিয়মিত হতে পারছেন না মাঠের লড়াইয়ে। মাঠের বাহিরে থাকলেও ব্রাজিলিয়ান এই তারকা গত এক বছরে বড় রকমের আর্থিক সাফল্য পেয়েছেন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও চুক্তি অনুযায়ী বেতন ঠিকই পেয়েছেন।
নেইমার গত এক বছরে সৌদির ক্লাবটির হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলেছেন। এই দুই ম্যাচে মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। কিন্তু বেতনের টাকা পেয়েছেন পুরোপুরি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। বাংলাদেশি হিসেবে যা প্রায় ১ হাজার ২৬৯ কোটি ২৭ লাখ টাকা। মাঠের খেলার সঙ্গে তুলনা করলে প্রতি সেকেন্ড খেলার বিনিময়ে নেইমার আয় করেছেন প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
নেইমার ২০২৪ সালে আল হিলালের হয়ে যে দুই ম্যাচ খেলেছিলেন, দুটিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়নস লিগের ছিল ম্যাচগুলো। আল আইন ও এসতেগলাল এফসির বিপক্ষে হওয়া দুটি ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি। এমনকি সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি তিনি। তবে দুই ম্যাচেই আল হিলাল জিতেছে।
ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ওই দুই ম্যাচে ৪২ মিনিট মাঠে থাকা কালীন নেইমার সব মিলিয়ে ৪৫বার বল টাচ করেন। এই ৪৫ বারের মধ্যে প্রতি বার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন ১৪ কোটি ৮ লাখ টাকা।
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর ফরাসি ক্লাবটিতে দীর্ঘ দিন খেলেছেন নেইমার। এরপর ২০২৩ সালের আগস্টে আল হিলালে পাড়ি জমান তিনি। সৌদি আরবের ক্লাবে ১৭ মাস কাটিয়ে দিলেও সব মিলে খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। তবে ব্রাজিলিয়ান এই তারকাকে ছাড়াই দিব্যি শিরোপা জিতে চলেছে সৌদি আরবের সফলতম ক্লাবটি।