অনুষ্কার সঙ্গে প্রেমচর্চা উসকে প্রভাসের বিয়ের গুঞ্জন!
- আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
সালটা ২০১৫। ওই বছর বলিউডের সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার মুভি বাহুবলী। বক্স অফিসে তেহেলকা তৈরির পর ২০১৭- এ মুক্তি পায় বাহুবলীর দ্বিতীয় ভাগ। প্রভাস ও অনুষ্কা শেট্টির অন স্ক্রিন জুটির কেমেস্ট্রি দারুণ পছন্দ হয়েছিল দর্শকের। শুধু সিনেমার স্ক্রিনেই নয়, বাস্তবেও এই জুটিকে নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাঁরা চুপিসারে ডেটিং করছেন এমন কানাঘুষোও শোনা গিয়েছে বারবার।
রিলে বাহুবলী আর দেবসেনার রোম্যান্টিক কেমেস্ট্রির মতোই রিয়েলেও সম্পর্কের আকাশ-কুসুম ভাবনা ছিল অনুরাগীদের মনে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, প্রভাস আর অনুষ্কার শর্মা শুধু রিল লাইফ কাপল নন, তাঁরা রিয়েল লাইফ পার্টনারও বটে। এবার সেই চর্চা উসকে দিল প্রভাসের বিয়ের গুঞ্জন।
এখন প্রভাসের বয়স ৪৫ আর অনুষ্কা শেট্টি ৪৩। তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও তাঁরা দুজনেই একেবারে স্পিকটি নট। এর মাঝেই বাণিজ্য বিশ্লেষক Manobala Vijayabalan-এর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট, যেখানে রয়েছে একটি বাড়ি আর খ্রীষ্টান বধূর ইমোজি।
যা দেখে প্রভাস ভক্তদের অনুমান কোনও খ্রীষ্টান মেয়ের সঙ্গেই নতুন জীবন শুরু করছেন প্রভাস! কমেন্ট বক্সে কেউ জানতে চেয়েছেন খ্রীষ্টান মেয়েকে বিয়ে করছেন প্রভাস? কেউ আবার প্রশ্ন করেছেন, এটা অনুষ্কা? এক নেটনাগরিকের মতে এই পোস্টের সঙ্গে বিয়ের কোনও সংযোগ নেই। প্রচারমূলক বিজ্ঞাপন। প্রভাসের এক অনুরাগী লিখেছেন, হয়ত বিয়ের সিক্যোয়েন্সের শ্যুটিং করবেন।
আদিপুরুষের শ্যুটিংয়ের সময় প্রভাসের সঙ্গে নাম জড়িয়েছিল বলি ডিভা কৃতি শ্যাননের। সেই সময়ও গুজব উড়িয়ে দিয়েছিলেন দুজনেই। বর্তমানে কৃতির চর্চিত প্রেমিকের ছবিও প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, গত বছর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছিল কন্নড় প্রযোজককে জীবনসঙ্গী বানাচ্ছেন অনুষ্কা।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, ওই প্রযোজকের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন বাহুবলীর দেবসেনা। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অনুষ্কা শেট্টিকে প্রভাসের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময়ও তিনি বলেছিলেন তাঁরা খুব ভাল বন্ধু। তাঁদের বন্ধুত্বের বন্ধন এতটাই মজবুত যে রাত ৩টের সময় ফোন করে সাহায্য চাইতেও সঙ্কোচবোধ হবে না।