ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। স্থানীয় সময় আজ (সোমবার, ১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘সামরিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই। প্রতিবেশি হিসেবে দুই দেশকে একসঙ্গে থাকতে হবে। একে অপরকে বুঝতে হবে। এখন পর্যন্ত দু’পক্ষের কারো মধ্যেই কোনো বিষয়ে দুর্বলতা নেই। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় এবং এরপরও বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল এবং সেটি থাকবে।’

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘‘বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটল, তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে।’’

‘‘সামরিক সহযোগিতার বিষয়ে বলা যায়, সেটি আবারও আগের মতোই চলছে। আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনও ছাড় নেই। কেবল একটি বিষয় হল, যে যৌথ মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে।’’

বার্ষিক এই সংবাদ সম্মেলনে নির্বাচিত সরকারের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘‘বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে।’’

নিউজটি শেয়ার করুন

‘ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’

আপডেট সময় : ১০:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। স্থানীয় সময় আজ (সোমবার, ১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘সামরিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই। প্রতিবেশি হিসেবে দুই দেশকে একসঙ্গে থাকতে হবে। একে অপরকে বুঝতে হবে। এখন পর্যন্ত দু’পক্ষের কারো মধ্যেই কোনো বিষয়ে দুর্বলতা নেই। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় এবং এরপরও বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল এবং সেটি থাকবে।’

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘‘বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটল, তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে।’’

‘‘সামরিক সহযোগিতার বিষয়ে বলা যায়, সেটি আবারও আগের মতোই চলছে। আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনও ছাড় নেই। কেবল একটি বিষয় হল, যে যৌথ মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে।’’

বার্ষিক এই সংবাদ সম্মেলনে নির্বাচিত সরকারের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘‘বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে।’’