শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবু সাঈদ পরিবারের অভিযোগ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে
শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার।
আজ (সোমবার, ১৩ জানুয়ারি) আবু সাইদের ভাই রমজান আলী প্রসিকিউশনে এ অভিযোগ দায়ের করে। অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এ সময় তারা জানায়, আবু সাঈদের মৃত্যুর ৪-৫ মাস পেরিয়ে গেলেও এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার হয়নি। তারা স্বপদে বহাল আছে।
তাদের দ্রুত গ্রেপ্তার করা দাবিসহ জুলাই আন্দোলনে সকল শহীদদের বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছে আবু সাঈদের পরিবার ও সহযোদ্ধারা।