সাত ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর
- আপডেট সময় : ১১:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
রংপুর রাইডার্সকে থামতে পারছে না কেউ। টানা সাত ম্যাচ জয়। আজ রংপুরের দেওয়া ১৮৬ রানের জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে খুলনা টাইগার্স। এতে ৮ রানে জয় পায় নুরুল হাসান সোহানের দল।
টানা সাত ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রংপুর রাইডার্স। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে রয়েছে দলটি।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না রংপুর রাইডার্সের। ৮ বলে ১৩ রান করা স্টিভেন টেলরকে বোল্ড করেন আবু হায়দার রনি। ১১ বলে ৭ করে সাইফ হাসান বোল্ড হন হাসান মাহমুদের ইয়র্কারে।
৬ ওভারের পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৯ রান তোলে রংপুর। ওপেনার তৌফিক খান একটা প্রান্ত ধরে ছিলেন। কিন্তু ৩০ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৬ করে আবু হায়দারের দ্বিতীয় শিকার হন তিনি।
চতুর্থ উইকেটে মারকুটে এক জুটি গড়ে তোলেন দুই পাকিস্তানি খুশদিল শাহ আর ইফতিখার আহমেদ। ১৫তম ওভারের প্রথম ৪ বলে নাসুম আহমেদকে চার ছক্কা হাঁকান খুশদিল। ২২ বলে ফিফটি পূরণ করেন বাঁহাতি এই ব্যাটার।
শেষ পর্যন্ত ইনিংসের এক বল বাকি থাকতে ইফতিখারকে ফিরিয়ে ৫৭ বলে ১১৩ রানের বিশাল এই জুটিটি ভাঙেন হাসান মাহমুদ। ইফতিখার ৩৬ বলে করেন ৪৩। খুশদিল ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৩৫ বলে তার ৭৩ রানের ইনিংসে ছিল ৪ বাউন্ডারি আর ৬ ছক্কার মার।
খুলনার আবু হায়দার রনি আর হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ভালো শুরু করে খুলনা। কিন্তু শেষ দিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন নাঈম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন মেহেদি মিরাজ।