১১ বছর পর টি-টোয়েন্টিতে ফিরছেন জেমস অ্যান্ডারসন
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ৩৬১ বার পড়া হয়েছে
অবশেষে ১১ বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ফিরছেন ইংলিশ কিংবদন্তী পেসার জেমস অ্যান্ডারসন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে গেলো বছর ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদায়ী ম্যাচ খেলেন জিমি। দলের পরামর্শক হিসেবে তখনই যোগ দেন তিনি।
গত ডিসেম্বরে ২০২৫ আইপিএল সামনে রেখে নিলামেও নাম লিখিয়েছিলেন এই পেসার। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে কেনেনি।
ইসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তি শেষ হবার পরই ল্যাঙ্কাশায়ের সঙ্গে চুক্তি করেছেন তিনি। ২০০১ সালে এই কাউন্টিতে যোগ দেবার পর এবার হতে যাচ্ছে তাঁর ২৪তম মৌসুম।
২০০৪ সালে একই দলের হয়েই তার স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। ক্যারিয়ারের ৪৪ টি-টোয়েন্টির ২৪টি-ই খেলেছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে।