চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব
- আপডেট সময় : ০৪:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে
চীনজুড়ে চলছে বার্ষিক শীতকালীন উৎসব। হেইলংজিয়াং প্রদেশের হারবিন সিটির পর এবার বরফ উৎসব শুরু হয়েছে আরও দুই শহরে। বরফের তৈরি বিশালাকৃতির ভাস্কর্যের পাশাপাশি পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে বরফের বিশাল স্লাইড।
চীনজুড়ে এখন উৎসবের আমেজ। একদিকে বসন্ত উৎসবের প্রস্তুতি, অন্যদিকে শীতকালীন বরফ উৎসব কেন্দ্র করে উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হেইহে শহর এখন উৎসবের নগরী। শহরের ২৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে গড়ে উঠা বরফ পার্কটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
বরফ দিয়ে তৈরি নানা আকার ও আকৃতির ভাস্কর্য দেখতে ভিড় করছেন স্থানীয়সহ লাখ লাখ বিদেশি পর্যটক। তবে ভাস্কর্যের চেয়েও এবার বেশি জনপ্রিয়তা পেয়েছে বিশাল বরফের স্লাইড। পর্যটক টানতে এই স্লাইডটির পাশাপাশি নতুন নতুন আরও বিনোদনের মাধ্যম চালু করেছে আয়োজকরা।
একজন পর্যটক বলেন, ‘পার্কে এসে বরফের তৈরি বিভিন্ন রকম ভাস্কর্য দেখলাম। বরফের স্লাইডটি অনেক ভালো লেগেছে। পুরো আয়োজনটি বেশ উপভোগ্য।’
হেইহে শহরের উৎসবের ছোঁয়া লেগেছে আরেক শহর বেইআনে। এই শহরে এক লাখ বর্গমিটার এলাকাজুড়ে চলছে আইস কার্নিভ্যাল। যেখানে স্থান পেয়েছে ১০০টিরও বেশি বরফ ও তুষারের তৈরি ভাস্কর্য। সেইসঙ্গে চকচকে বিম বাতির ব্যবহার পার্কটিতে এক অন্যরকম এক আবহ তৈরি করেছে।
বরফ দেখতে আসা একজন পর্যটক বলেন, ‘এই প্রথমবারের মতো আমি বরফের তৈরি এত ভাস্কর্য দেখছি। এই বিশাল থিমপার্কটি আমার খুবই ভালো লেগেছে। এর মাধ্যমে স্থানীয় ও চীনা সংস্কৃতিও ফুটে উঠেছে।’
গেল ডিসেম্বরে শুরু হওয়া শীতকালীন এই উৎসব চলবে গোটা জানুয়ারি ধরেই।