ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গত রোববার বেলুচিস্তান প্রদেশের কাচ্ছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এসব বিচ্ছিন্নতাবাদীদের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হয়।

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তান আইএসপিআর বলছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ক্ষতি সাধনের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসেবে পরিচিত দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে প্রায়ই তাদের সংঘর্ষের খবর পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

আপডেট সময় : ০৪:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গত রোববার বেলুচিস্তান প্রদেশের কাচ্ছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এসব বিচ্ছিন্নতাবাদীদের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হয়।

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তান আইএসপিআর বলছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ক্ষতি সাধনের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসেবে পরিচিত দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে প্রায়ই তাদের সংঘর্ষের খবর পাওয়া যায়।