গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত চূড়ান্ত
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী বর্বর হামলা চলছেই। সোমবার থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর মধ্যেই কাতারে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে একটি চুক্তির শর্ত চূড়ান্ত হয়েছে। উভয় পক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে হোয়াইট হাউসে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘চলতি সপ্তাহে’ একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি হতে পারে।
মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির সাথে যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাজ্যভিত্তিক নিউজম্যাক্স নেটওয়ার্ককে ফোনালাপে জানিয়েছেন, এই সপ্তাহের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।