ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলা হয়।

মামলার বাদী তহমুল ইসলাম ওরফে মাজহারুল কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে। আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন বলে এজাহারে দাবি করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিন জানান, তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর, তাঁর বোন শেখ রেহানাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদসহ ১২৪ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ২৫০ জনকে।

এজহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র–জনতার মিছিলে হামলা হয়। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন আসামিরা।

নিউজটি শেয়ার করুন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা

আপডেট সময় : ০৩:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলা হয়।

মামলার বাদী তহমুল ইসলাম ওরফে মাজহারুল কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে। আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন বলে এজাহারে দাবি করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিন জানান, তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর, তাঁর বোন শেখ রেহানাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদসহ ১২৪ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ২৫০ জনকে।

এজহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র–জনতার মিছিলে হামলা হয়। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন আসামিরা।