সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ভাগনি টিউলিপ সিদ্দিক, তার সরকারের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনসহ মোট সাতজনের নামে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (বুধবার, ১৫ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও শেখ হাসিনার ক্ষমতা অনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে।
এছাড়া সরকারি জমি আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত বহির্ভূত দেশে বিদেশে সম্পদ অর্জনের দায়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, তারিক সিদ্দিক, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্ত শুরু করেছে শেখ হাসিনা সরকারের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।
দুদক জানায়, ৪৫২ কোটি টাকা পাচারের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ছয়জনের নামে মামলা করেছে সংস্থাটি।