লতি মাসেই ভারত সফরে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু এর আগে ভিসা জটিলতায় পড়েছে ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদ। মূলত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকায় এই পেসারের ভিসা বাকি ক্রিকেটারদের সঙ্গে মেলেনি। যার কারণে দলের আবুধাবি ক্যাম্পেও যাওয়া হচ্ছে না সাকিবের।
পাকিস্তানি বংশোদ্ভূত সাকিবকে ভারতের এমন ভিসা না দেওয়ার ঘটনা এই প্রথম নয়। গত বছর ইংল্যান্ডের হয়ে সিরিজের প্রথম টেস্টে ভিসা জটিলতায় খেলতেই পারেননি স্পিনার শোয়েব বাশির।
আগামী ২২ জানুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ইংল্যান্ড। এর আগে আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করবে থ্রি লায়ন্সরা। যেখানে জিমি অ্যান্ডারসনের অধীনে পেস বোলিং ক্যাম্প করবেন জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ ও মার্ক উড।
তবে সেই ক্যাম্পের জন্য অন্যান্য ক্রিকেটাররা যোগ দিলেও সাকিব সেটি পারছেন না ভিসা জটিলতায়। ৬ বছর আগে সাকিব ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলার সুযোগ পেয়েও ভিসা জটিলতায় আসতে পারেননি। গত বছর কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রাক মৌসুম সফরের জন্য এমন ভিসা প্রক্রিয়ার কারণে আবেদনই করেননি সাকিব।
ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, ইংল্যান্ড দল ভারতের বিমান ধরার আগেই সাকিব মাহমুদ ভিসা পেয়ে যাবেন বলে আশাবাদী ইসিবি। তবে সাকিব ভিসা না পেলেও ইংল্যান্ড দলের পাকিস্তানি বংশোদ্ভূত দুই স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদ ভারতের ভিসা পেয়েছেন।
আগামী ২২ জানুয়ারি কলকাতায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।