রজারকে টপকে অনন্য নজির নোভাকের
- আপডেট সময় : ০৯:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
প্রত্যাশা মতো অস্ট্রেলিয়ান ওপেনে জয় পেল নোভাক জকোভিচ। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগিজ টেনিস খেলোয়াড় জেইমা ফারিয়াকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন জকোভিচ। এদিন শুধু ম্যাচই জেতেননি তিনি, সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার এবং জেতার নজির গড়ে ফেলেন তিনি। এতদিন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জেতার নজির ছিল রজার ফেডেরারের নামে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনের অপর ম্যাচে জয় পেলেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী কার্লোস আলকারাজ। এদিন তিনি জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে পরাজিত করেন।
অস্ট্রেলিয়ান ওপেনে শুরুটা ভালোই করেছিলেন নোভাক জকোভিচ।প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচে ভারতীয় বংশোদ্ভূত নীশেষ বাসবরেড্ডিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন জকোভিচ। ম্যাচের ফল ছিল ৬-৪, ৩-৬, ৪-৬, ২-৬। এদিন দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হয়েছিলেন পর্তুগালের টেনিস খেলোয়াড় জেইমা ফারিয়ার। ম্যাচের ফলাফল ছিল ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২। এদিন জকোভিচ নিজের ৪৩০ তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলতে নেমেছিলেন। এর আগে কেউ এতগুলি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার নজির রাখতে পারেননি।
ওপেন এরাতে সর্বোচ্চ সিঙ্গল ম্যাচ খেলার রেকর্ড ছিল রজার ফেডেরারের নামে। তিনি ৪২৯টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলেছিলেন। জকোভিচ ৪৩০টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচের মধ্যে ৩৭৯টিতে জয় পেয়েছেন। এদিন ম্যাচ জিতে নোভাক বলেন, ‘আমি এই খেলাটাকে ভালোবাসি। আমি প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করি। দীর্ঘ ২০ বছর ধরে গ্র্যান্ড স্ল্যামের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করছি। আমি জিতি বা হারি, সবসময় কোর্টে থাকাটা উপভোগ করি। আরও একটা রেকর্ড গড়ে খুবই ভালো লাগছে।’
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জাপানের ইয়োশিহিতো নিশিওকার মুখোমুখি হয়েছিলেন তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। এদিন তিনি গেমে সহজ জয় পান। ম্যাচের ফলাফল ছিল ৬-০, ৬-১, ৬-৪। ম্যাচ জিতে আলকারাজ বলেন, ‘গ্র্যান্ড স্ল্যামের ম্যাচে কোর্টে আপনি যত কম সময় ব্যয় করবেন তত ভালো, বিশেষ করে প্রথম দিকে। ম্যাচ জিতে খুবই ভালো লাগছে। কোর্টে যত তাড়াতাড়ি ম্যাচ জেতা যায় সেই বিষয়ে ফোকাস করছি আমি।’ স্বভাবতই জয় পেয়ে বেশ খুশি আলকারাজ। প্রথম রাউন্ডের ম্যাচে কাজাকিস্তানের আলেকজান্ডার শেভচেঙ্কোর মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই ম্যাচের ফলাফল ছিল ৬-১, ৭-৫, ৬-১।