ফের চর্চায় উঠে এসেছেন অনলিফ্যানস তারকা বনি ব্লু। তবে এবার শিরোনামে এসেছেন আরও ভয়ঙ্কর কারণে, শুনলে চমকে উঠবেন। বিতর্কিত অ্যাডাল্ট ভিডিও তারকা, দাবি করেছেন যে তিনি ১২ ঘণ্টার মধ্যে ১০৫৭ জন পুরুষের সঙ্গে সঙ্গম করেছেন। এটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে প্রশ্নের মুখে অন্য এক অনলিফ্যান্স তারকার রেকর্ড।
লিসা স্পার্কস এর আগে এক দিনে ৯১৯ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। বনি ব্লু সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন।
১২ জানুয়ারি একটি ইনস্টাগ্রাম পোস্টে, বনি ব্লু একটি ভিডিও শেয়ার করেছেন, "এক দিনে ১০০০ জনের বেশি পুরুষ! সবাইকে ধন্যবাদ।" তিনি আরও লিখেছেন, “আমার হুইলচেয়ার দরকার নেই; আমি ভালো আছি। শুধু মনে হচ্ছে বেডরুমে একটা পরিশ্রমের দিন কাটালাম। ভাবুন যদি প্রথম তিন বা চার ঘণ্টায় এটা হয় তা হলে পুরো দিন কী করলাম।"
https://youtube.com/shorts/x7v4NhIyPkk?feature=share
টিকটকে প্রকাশ করা একটি ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি লিখেছেন, “১২ ঘণ্টার কম সময়ে ১০০০ জনেরও বেশি জনের সঙ্গে ঘনিষ্ঠতার পরে”।
অনেকেই কটাক্ষ করেছেন এবং আক্রমণ করেছেন বনি ব্লুকে। একজন এক্স ভিডিও পোস্টে লিখেছেন, “১২ ঘণ্টায় ১০৫৭ জনের সঙ্গে ঘনিষ্ঠতার পরে…।” তবে কত জনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে তার কোনও ভরসাযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।