ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
- আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই নিন্দা জানানো হয়।
হামলার ঘটনায় ইতোমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রেস উইং থেকে বলা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।
সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। সরকার দ্ব্যর্থহীন ভাষায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় পুনর্ব্যক্ত করে বলে বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই।
কেউ সম্প্রীতি, শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যকলাপে জড়িত থাকলে কঠোর পদক্ষেপের সম্মুখীন হবে বলেও জানায় প্রেস উইং।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এনসিটিবির সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি সংগঠনের ব্যানারে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।