হিউম্যান মেটানিউমো বা এইচএমপি ভাইরাসে শনাক্ত হওয়া একমাত্র রোগী রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সানজিদা নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার স্কয়ার হাসপাতালে পরীক্ষায় নিশ্চিত হবার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইতে নেয়া হয়।
এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল তার। তবে কিডনি বিকল থাকার পাশাপাশি শ্বাসতন্ত্রের জটিলতা ও রক্তে সংক্রমণসহ নানা ধরনের শারীরিক জটিলতায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছে চিকিৎসকরা।
সানজিদার বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলেও কয়েক মাস আগে তার স্বামী বিদেশ থেকে ফিরেছেন। ধারণা করা হচ্ছে তার স্বামীর কাছ থেকেই সংক্রমিত হয়েছেন সানজিদা।