ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পরকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। তাতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো গানার্সরা।
এমিরেটস স্টেডিয়ামে খেলতে নেমে সেভাবে গোলরক্ষককে বিপদে ফেলতে পারেনি আর্সেনাল। বরং ২৫ মিনিটে প্রতিপক্ষের সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ে মিকেল আর্তেতার দল।
এরপর আক্রমণাত্মক ফুটবল খেলেও লক্ষ্যভ্রষ্ট হয় দলটি। ৪০ মিনিটে টটেনহামের ডোমিনিক সোলাঙ্কের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল।
এরপর ৪ মিনিটেরে ব্যবধানে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সুযোগ হাতছাড়া করে আর্সেনাল। অন্যদিকে গোল শোধে মরিয়া হয়েও কাজের কাজ কিছু করতে পারেনি টটেনহ্যাম।
এদিকে দিনের অন্য ম্যাচে আসরে টানা দুই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখেলো অ্যাস্টন ভিলা।
টেবিলের তলানির দল এভারটনের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে ভিলা। দলের হয়ে ৫১ মিনিটে একমাত্র গোলটি করেন অলি ওয়াটকিনস।