দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ
- আপডেট সময় : ০৭:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এক বিবৃতিতে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অবস্থাতেই বাংলাদেশের নাম ও সংবিধানে কোনো ধরনের পরিবর্তন করার অধিকার নেই। তারা সতর্ক করে দিয়ে বলেছে, এসব পরিবর্তনের চেষ্টা দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ, বিভাজন এবং উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে, যা দেশের জন্য গভীর রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার কারণ হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের নাম বা সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করে, তবে তা দেশের জন্য দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা এবং সংকট সৃষ্টি করবে।’’
বিবৃতিতে আরও বলা হয়, ‘‘বাংলাদেশের নাম ও সংবিধান ৩০ লাখ শহীদের রক্তে লেখা, যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত। স্বাধীনতা বিরোধী শক্তিকে তুষ্ট করার লক্ষ্যে যদি এই ইতিহাসের সঙ্গে কোনো ছিনিমিনি খেলার চেষ্টা করা হয়, তবে তা শুধু রাজনৈতিক নয়, জাতিগত সংকটেও পরিণত হবে।’’
জাসদ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘‘মহান মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করার চেষ্টা রুখে দিতে হবে।’’