যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও পেনসিলভেনিয়ার কিছু অংশে ভারি তুষারঝড় হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নতুন করে ২ ফুট পর্যন্ত তুষারপাতের খবর পাওয়া গেছে।
সেইসঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়ো হাওয়া ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
দুটি অঙ্গরাজ্যের সাড়ে ৬ লাখের বেশি বাসিন্দা তুষারঝড়ের কবলে পড়তে পারেন। নিউ ইয়র্কে কিছু অংশে প্রায় ১০ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে।
এছাড়া, পেনসিলভেনিয়াতেও একই পরিস্থিতি দেখা দিয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুসারে, তুষারঝড় নিউ ইয়র্কের দক্ষিণের শহর বাফেলো, লেক অন্টারিও ও পেনসিলভেনিয়ার আশেপাশে কেন্দ্রীভূত ছিল।
চলতি শীত মৌসুমে ওয়াটারটাউনে সাড়ে ৫ ফুটেরও বেশি তুষারপাত রেকর্ড করা হয়।