দাবানলে অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কা
- আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
লস অ্যাঞ্জেলেসে ভয়ংকর দাবানলে অলিম্পিক গেমসের আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আসরে গলফের ভেন্যু রিভেইরা কান্ট্রি ক্লাব, বিএমএক্সসহ কয়েকটি ভেন্যু অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি রয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি অ খারাপ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ২০২৮ সালে গেমস আয়োজনের মাধ্যমে বিশ্বের সামনে শহরটিকে আলাদাভাবে তুলে ধরার পরিকল্পনা আছে বলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর।
দাউ দাউ করে জ্বলছে আগুন। সব পুড়ে নিঃস্ব লাখো মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দুর্যোগে কয়েকদিনের মধ্যে ওলট পালট পুরো লস অ্যাঞ্জেলেস।
১২১৪ বর্গ কিলোমিটারের বিশাল আয়তন, প্রাকৃতিক সৌন্দর্য, রৌদ্রোজ্জ্বল নাতিশীতোষ্ণ জলবায়ু, আর অধিবাসীদের জাতিগত বৈচিত্র্যের শহর এখন ধ্বংসস্তূপে এক ভুতুড়ে রাজ্য। এর মধ্যে আগুনে অন্তত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী, বাতাসের গতি বেড়ে যাওয়ায় আরও ৫৭ হাজারের বেশি অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে।
তিন বছর পর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর এলএতে হওয়ার কথা ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। তবে ভয়াবহ এই দাবানলের কারণে গেমসের ভবিষ্যৎ কী?
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে অলিম্পিকসের ৮০ টিরও বেশি ভেন্যুতে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যে কারণে এখনই ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি অলিম্পিক কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গেমস নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমস আয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করেছিলেন। তাকে ধন্যবাদ দিতে হবে। তার জন্য রাষ্ট্রের, ক্যালিফোর্নিয়ার এবং যুক্তরাষ্ট্রের মানুষের জন্য নিজেদের তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আমরা একটি বিশদ পরিকল্পনা হাতে নিয়েছি। এটা নিয়ে কাজ শুরু হয়েছে, যাতে লস অ্যাঞ্জেলেস ২.০-এর পুনরুজ্জীবিত করা যায়।’
তবে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে শঙ্কা উড়িয়ে দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্যারিসের স্কিমা বিজনেস স্কুলের স্পোর্ট অ্যান্ড জিও পলিটিক্যাল ইকোনমির অধ্যাপক সাইমন চ্যাডউইক। তিনি বলেন পরিস্থিতি খুবই গুরুতর। মূলত জলবায়ু পরিবর্তনের সম্ভাবনার কারণে একই পরিস্থিতির পুনরাবৃত্তির হতে পারে কি না সেটে ভাবার কথা বলেন তিনি। এমনকি গেমসের সময়েও।
গেমসের ভেন্যু সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও অলিম্পিক গলফের ভেন্যু রিভেইরা কান্ট্রি ক্লাব, আর্চারি, বিএমএক্স ও স্কেট বোর্ডিংয়ের ভেন্যু সেপুলভেদা বেসিন রিক্রিয়েশন এরিয়া অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি অবস্থান। যে কারণে সান্তা অ্যানা নামের বাতাসে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনাও আছে ভেন্যুগুলোর।
১৯৩২ এবং ১৯৮৪ সালে দুবার অলিম্পিক গেমস আয়োজনের অভিজ্ঞতা আছে আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেসের।