মুক্তিযুদ্ধের সুস্পষ্ট কোনো নির্দেশনা কখনোই শেখ মুজিব দেননি: মান্না
- আপডেট সময় : ০৪:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের সুস্পষ্ট কোনো নির্দেশনা কখনোই শেখ মুজিবর রহমান দেননি বা দিতে পারেননি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘রেডিওতে মুক্তিযুদ্ধের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, যা বরাবরই অস্বীকার করেছে আওয়ামী লীগ।’
শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলছেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম ব্যক্তিত্ব শেখ মুজিবর রহমান হলেও মুক্তিযুদ্ধের অন্যান্যদের অবদানকে বিকৃত করার অপসংস্কৃতি ছিল আগে, যা পরবর্তীতে তারই অবদানকে ছোট করেছে।’
তিনি বলেন, জুলাই আন্দোলনের পর সবার চাওয়া ছিল সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়া। তবে এতদিন পর নতুন করে জুলাই প্রক্লেমেশনের ঘোষণা দেওয়ার বিষয়টি অস্পষ্ট।