ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: জয়নুল আবদীন ফারুক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‌‘অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।’ শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সকালে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, জনগণ কেন ৮০ টাকায় চাল কেনে সেই জবাব সরকারকে দিতে হবে। বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বসানোর সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, হজের জন্য বিমান টিকিটের সিন্ডিকেটসহ বিভিন্ন কারণে মানুষ দিশেহারা।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি ও আপনার উপদেষ্টারা অনেক গুণী ও সম্মানিত ব্যক্তি। ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে আপনাদের এই আসনে বসানো হয়েছে। কিন্তু সেই আসনে বসে যদি জনগণের প্রত্যাশা যদি পূরণ না করতে পারেন তাহলে আপনাদের ক্ষমা করবে না। এখনো কেন চালের কেজি ৮০ টাকা? ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার সব দ্রব্যমূল্যের ওপর অনৈতিকভাবে কেন ভ্যাট বসালো? জনগণ আগে ১০ হাজার টাকায় জীবনযাপন করতে পারলেও এখন ২৫ হাজার টাকায়ও পারে না।

সব জায়গার সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলের সিন্ডিকেট করেছে, এখন আপনার আমলেও তারা সিন্ডিকেট করছে। ৪০-৪৫ হাজার টাকায় ওমরাহর শত শত টিকিট কিনে রেখে ৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে? আপনারা (উপদেষ্টা) কি এগুলোর খবর রাখেন? আপনারা সিন্ডিকেট ধরে ৪০ হাজার টাকায় বিক্রির ব্যবস্থা করুন।

সাবেক এই চিফ হুইপ বলেন, ১৯৯১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন করার জন্য এতে সংস্কারের দরকার নেই। যে সংস্কার হলে জনগণ ৪০ টাকা চাল কিনতে পারবে সেই সংস্কার আমাদের দরকার। দ্বিতীয় স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে অবিলম্বে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। একই সঙ্গে সংস্কারও চলবে। আজকে অনেকজন অনেক কথা বলে, সময় মতোই তার জবাব দেওয়া হবে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: জয়নুল আবদীন ফারুক

আপডেট সময় : ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‌‘অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।’ শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সকালে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, জনগণ কেন ৮০ টাকায় চাল কেনে সেই জবাব সরকারকে দিতে হবে। বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বসানোর সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, হজের জন্য বিমান টিকিটের সিন্ডিকেটসহ বিভিন্ন কারণে মানুষ দিশেহারা।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি ও আপনার উপদেষ্টারা অনেক গুণী ও সম্মানিত ব্যক্তি। ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে আপনাদের এই আসনে বসানো হয়েছে। কিন্তু সেই আসনে বসে যদি জনগণের প্রত্যাশা যদি পূরণ না করতে পারেন তাহলে আপনাদের ক্ষমা করবে না। এখনো কেন চালের কেজি ৮০ টাকা? ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার সব দ্রব্যমূল্যের ওপর অনৈতিকভাবে কেন ভ্যাট বসালো? জনগণ আগে ১০ হাজার টাকায় জীবনযাপন করতে পারলেও এখন ২৫ হাজার টাকায়ও পারে না।

সব জায়গার সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলের সিন্ডিকেট করেছে, এখন আপনার আমলেও তারা সিন্ডিকেট করছে। ৪০-৪৫ হাজার টাকায় ওমরাহর শত শত টিকিট কিনে রেখে ৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে? আপনারা (উপদেষ্টা) কি এগুলোর খবর রাখেন? আপনারা সিন্ডিকেট ধরে ৪০ হাজার টাকায় বিক্রির ব্যবস্থা করুন।

সাবেক এই চিফ হুইপ বলেন, ১৯৯১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন করার জন্য এতে সংস্কারের দরকার নেই। যে সংস্কার হলে জনগণ ৪০ টাকা চাল কিনতে পারবে সেই সংস্কার আমাদের দরকার। দ্বিতীয় স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে অবিলম্বে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। একই সঙ্গে সংস্কারও চলবে। আজকে অনেকজন অনেক কথা বলে, সময় মতোই তার জবাব দেওয়া হবে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।