অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট না করার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) সকালে রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলন এ কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট করা যাবে না। মাটি, পানি, বায়ু রক্ষায় সচেতন হতে হবে। নতুন প্রজন্ম যথেষ্ট প্রকৃতিবান্ধব, পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে।’
এছাড়াও শব্দ দূষণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
এদিকে, আলোচনায় অংশ নিয়ে প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা। পরে পরিবেশ ও প্রকৃতিবিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নটরডেম কলেজ পরিবেশ ক্লাবের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।