লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার সংবাদ সম্মেলন করবেন চিকিৎসকরা।
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, এখনও সব পরীক্ষা শেষ না হলেও দু'একদিনের মধ্যে জানা যাবে তার চিকিৎসার ধরন কী হবে।
জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে নেয়া হবে লন্ডনে।
গেলো ৮ জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল 'দ্য লন্ডন ক্লিনিকে' লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় খালেদা জিয়ার।
লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিসসহ নানান জটিলতায় ভুগছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী।