সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কোন স্ট্যাটাসে রেখেছেন সে বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার মত বড় দুর্নীতিবাজকে আশ্রয় দিয়ে নিশ্চুপ পার্শ্ববর্তী দেশ।
আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-কেআইবিতে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব আয়োজিত ছাত্রদল নেতা এটিএম খালেদ বীর প্রতীকের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের চেতনার নাম বিক্রি করে নিজস্ব স্বার্থ হাসিল করে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর জুলুম করেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘শেখ পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে কাজ করেছে পতিত সরকার।’
রিজভী বলেন, টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন, সেখানে লেখাপড়া করেছেন। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না কিন্তু তার জিন (বংশ) তো বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার জেনেটিক্যাল যে লাইন, সেই লাইন ক্রস করতে পারেনি। তাই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নি টিউলিপ ৫০০ কোটি ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এটা সুস্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বীভৎস রকমের দুর্নীতি করেছে বলেই দেশেবিদেশে দলটির অবৈধভাবে আর্থিক লেনদেনর তথ্য বেরিয়ে আসছে বলেও জানান বিএনপির সিনিয়র এই নেতা।
এটিএম খালেদ হত্যার বিচার দাবি করে তিনি আরও বলেন, এতদিন চলে গেল হত্যার বিচার এখনো হয়নি কেন? এ দায় আপনাদের কৃষিবিদদেরও আছে। আমাদের সবার আছে। এরকম একজন প্রখ্যাত ছাত্রনেতা মুক্তিযোদ্ধা হত্যার বিচার হলো না, এটা অত্যন্ত কষ্টের বিষয়।
কৃষিবিদ রাশেদুল হাসান হারুনের ও জি কে এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামিম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।