শুধু নির্বাচনের জন্য গণ-অভ্যুত্থান হয়নি : নুরুল হক নুর
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘শুধু একটি নির্বাচন বা ভোটের জন্য গণঅভ্যুত্থান হয়নি, আগে সংস্কার করতে হবে। একইসঙ্গে সরকারের কাজে গতিশীলতা আনতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে।’
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধনকালে এসব কথা বলেন নুরুল হক নুর।
নুর বলেন, জুলাই বিপ্লবের যে স্পিরিট তা রক্ষা করার জন্য সব রাজনৈতিক দলকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, রংপুর অঞ্চলের নেতা হানিফ খান সজীবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।