ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই বর্তমান সরকারের মূল দায়িত্ব। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ডকট্রিন অব নেসেসিটি মোতাবেক বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে।

তিনি বলেন, আমরা একটি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটতে পারে। আমরা একটি নির্বাচিত সংসদ গঠন করতে চাই। যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন তারাই সরকার গঠন করবেন। সেটিই হলো গণতন্ত্র।

বিএনপির এই নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে। পরে যারাই ক্ষমতায় আসবে তারাই সংস্কার বা অন্য কাজ করবে। কেউ দল গঠন করতে চাইলে করবে, এখানে কোনো বাধা নেই।

মঈন খান বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গুম-খুনের মাধ্যমে নির্যাতন করেছে। লক্ষাধিক মিথ্যা মামলায় ৫০ লাখ মানুষকে আসামি করা হয়েছে। সুতরাং আজকে সবাইকে বুঝতে হবে যে, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী? সরকারকেও সেটি উপলব্ধি করতে হবে।

তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই মন্ত্রে আমরা উদ্বুদ্ধ। আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। অতীতে তত্ত্বাবধায়ক সরকার যদি নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে পারে তাহলে আগামী ৬ মাসের মধ্যে কেন পারবে না?

নিউজটি শেয়ার করুন

সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা: মঈন খান

আপডেট সময় : ১১:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই বর্তমান সরকারের মূল দায়িত্ব। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ডকট্রিন অব নেসেসিটি মোতাবেক বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে।

তিনি বলেন, আমরা একটি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটতে পারে। আমরা একটি নির্বাচিত সংসদ গঠন করতে চাই। যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন তারাই সরকার গঠন করবেন। সেটিই হলো গণতন্ত্র।

বিএনপির এই নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে। পরে যারাই ক্ষমতায় আসবে তারাই সংস্কার বা অন্য কাজ করবে। কেউ দল গঠন করতে চাইলে করবে, এখানে কোনো বাধা নেই।

মঈন খান বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গুম-খুনের মাধ্যমে নির্যাতন করেছে। লক্ষাধিক মিথ্যা মামলায় ৫০ লাখ মানুষকে আসামি করা হয়েছে। সুতরাং আজকে সবাইকে বুঝতে হবে যে, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী? সরকারকেও সেটি উপলব্ধি করতে হবে।

তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই মন্ত্রে আমরা উদ্বুদ্ধ। আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। অতীতে তত্ত্বাবধায়ক সরকার যদি নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে পারে তাহলে আগামী ৬ মাসের মধ্যে কেন পারবে না?