অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: দেবপ্রিয়

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৪১১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে আজ শনিবার সকালে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোন মনোযোগ নেই। তারা অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করেছে। প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।
এ সময় অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশের প্রবৃদ্ধি চলতি বছর ৪ শতাংশ হতে পারে। আর নতুন বাজেট ৮ লাখ কোটি টাকার বেশি করার সুযোগ নেই। কেননা আগামীতে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে- নীতি,রাজনীতি ও প্রকৃতি।