ইরানি প্রেসিডেন্টকে ১ ঘণ্টা বসিয়ে রেখেছিলেন পুতিন
- আপডেট সময় : ০১:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
রয়টার্সের প্রতিবেদন মতে, শুক্রবার (১৭ জানুয়ারি) বিশেষ এক ফ্রাইটে মস্কো পৌঁছান ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর কৌশলগত চুক্তি সই হবে যা পশ্চিমা দেশগুলোকে ক্ষুব্ধ করতে পারে।
কিন্তু ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার প্রতিনিধি দলকে প্রায় এক ঘণ্টা অপেক্ষায় রাখা হয়েছিল। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে তাদের এভাবে অপেক্ষায় রাখা হয়। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
ওই প্রতিবেদনে বলা হয় ইরান থেকে যাওয়া এই প্রতিনিধি দলকে দুইটি অপশন দেওয়া হয়। লাউঞ্জে অপেক্ষা করা বা হোটেলে ফিরে যাওয়া। সেইসময় সাক্ষাতের সঙ্গে পুতিন প্রস্তুত ছিলেন না বলে জানানো হয়।
এমন পরিস্থিতিতে নামাজের অজুহাতে মাসুদ পেজেশকিয়ান ক্রেমলিন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ১ ঘন্টা পর তার ডাক আসে। অবশেষে পুতিন ও মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন। শুক্রবার রুশ সংবাদসংস্থা তাস বলছে, এই চুক্তি মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি কৌশলগত অংশীদার হিসেবে দুই দেশের মর্যাদা নিশ্চিত করবে। চুক্তিটি দীর্ঘমেয়াদে সহযোগিতার আরও বিকাশের জন্য একটি আইনি কাঠামোও সৃষ্টি করেছে।