অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক শীর্ষ বাছাই ইগা সোয়াতেক। রড লেভার এরিনায় তৃতীয় রাউন্ডে ৬-১,৬-০ সেটে তিনি হারান ২২ বছরের এমা রাদুকানুকে।
রড লেভার এরিনায় পলিশ টেনিস তারকার সামনে দাড়াতেই পারেনি এমা। প্রথম সেটে ১টি গেমে শুধু পয়েন্ট অর্জন করতে পারে ব্রিটিশ এই তরুণী।
এরপর দ্বিতীয় সেটে বেশ দাপুটের সঙ্গে সরাসরি সেটে জয় তুলে নেন ইগা। দিনের অন্য ম্যাচে রাশিয়ার এলিনা রিবাকিনার কাছে ৬-৩,৬-৪ সেটে হেরে তৃতীয় রাউন্ড থেকে বাড় পড়লেন দায়ানা ইয়াস্ট্রেমস্কা।
জন কেইন এরিনায় দুই সেটে শুরুতে লড়াই চালান ২৪ বছর বয়সী দায়ানা। তবে এলিনার বুদ্ধিদীপ্ত খেলার সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি এই ইউক্রেনের দায়ানা।