ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আরজি করে চিকিৎসক ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন গ্রেপ্তার সিভিক পুলিশ ভলান্টিয়ার সঞ্জয় রায়। স্থানীয় সময় আজ শনিবার দুপুরের দিকে শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস এ রায় ঘোষণা করেন। এই মামলায় সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রায় ঘোষণার সময় বিচারক অনির্বাণ দাস সঞ্জয় ঘোষের উদ্দেশে বলেন, ‘সিবিআই ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে যা মনে হয়েছে তাতে দোষী সাব্যস্ত করা হবে আপনাকে। আপনার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।’ তখন সঞ্জয় বলেন, ‘আমি কিছু করিনি। আমার কথা একবার শুনুন।’ এরপর বিচারক রায় ঘোষণা করে বলেন, ‘সোমবার আপনার কথা শুনব।’

গত বছরের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। ওই দিন ভোরে সঞ্জয় রায় নামের সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কালকাতা পুলিশ। এ ছাড়া ওই ঘটনার পর আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে কলেজটির অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সংশ্লিষ্ট টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করে সিবিআই।

আরজি করের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। বিচারপর্ব শুরু হয় ঘটনার ৫৯ দিনের মাথায়। ঘটনার ১৬২ দিনের মাথায় আজ রায় ঘোষণা করলেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আরজি করে চিকিৎসক ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়

আপডেট সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন গ্রেপ্তার সিভিক পুলিশ ভলান্টিয়ার সঞ্জয় রায়। স্থানীয় সময় আজ শনিবার দুপুরের দিকে শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস এ রায় ঘোষণা করেন। এই মামলায় সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রায় ঘোষণার সময় বিচারক অনির্বাণ দাস সঞ্জয় ঘোষের উদ্দেশে বলেন, ‘সিবিআই ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে যা মনে হয়েছে তাতে দোষী সাব্যস্ত করা হবে আপনাকে। আপনার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।’ তখন সঞ্জয় বলেন, ‘আমি কিছু করিনি। আমার কথা একবার শুনুন।’ এরপর বিচারক রায় ঘোষণা করে বলেন, ‘সোমবার আপনার কথা শুনব।’

গত বছরের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। ওই দিন ভোরে সঞ্জয় রায় নামের সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কালকাতা পুলিশ। এ ছাড়া ওই ঘটনার পর আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে কলেজটির অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সংশ্লিষ্ট টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করে সিবিআই।

আরজি করের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। বিচারপর্ব শুরু হয় ঘটনার ৫৯ দিনের মাথায়। ঘটনার ১৬২ দিনের মাথায় আজ রায় ঘোষণা করলেন আদালত।